ইতিহাসঃ হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। তৎপূর্বে ১৯২৩ সালে সেন্ট এন্ড্রুজ মিশন জুনিয়র বিদ্যালয় ও বিড়ই ডকুনী মিশন হাই স্কুল ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয় । এ দুটি মিশন প্রতিষ্ঠানে সর্বস্তরের মানুষের লেখাপড়া করার সুযোগ ছিলনা । এমতাবস্থায় অত্র বিদ্যালয়টি সরকারি পৃষ্টপোষকতায় এলাকার শিক্ষা-নুরাগি ব্যাক্তিগনের সহযোগিতায় ১৯৫১ সালে মুসলিম ইনিস্টিটিউট নামে প্রতিষ্ঠা লাভ করে । পরবর্তীতে ২৯/০৪/৫২ সালে হালুয়াঘাট হাই ইংলিশ স্কুল হিসাবে ইস্টবেঙ্গল সেকেন্ডারিে এডুকেশন বোর্ড ঢাকা থেকে ১ম স্বীকৃতি প্রাপ্ত হয় ।স্বাধিনতা উত্তরকালে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয় ।
জমিদাতাঃ দেবেন্দ্র কিশোর রায়, মনীন্দ্র কিশোর রায়, সর্ব সাং-ফুরপুর ।
চারুবালা দেবী-রায়গঞ্জ, পাবনা ।
মোহন প্রসাদ মিছির -হালুয়াঘাট, ময়মনসিংহ ।
আজীবন দাতাঃ বাবু আশতোষ সাহা-হালুয়াঘাট, ময়মনসিংহ ।
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকঃ জনাব আজিম উদ্দিন আহম্মেদ, বি, এ, বি, টি,
বর্তমান প্রধান শিক্ষকঃ জনাব মোঃ আবদুল ওয়াহাব এম, কম, বি. এড ,
১০-০৩-২০১০ থেকে ।